জন্মগ্রহণ মাদীনা মুনাওওয়ারায়। পিতা প্রফেসর ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া। ছোটবেলায় মাদিনাতেই আল-কুরআনুল কারীমের হিফয সম্পন্ন করেন। কুষ্টিয়ার শান্তিডাঙ্গা মিসবাহুল উলুম মাদরাসা থেকে দাখিল এবং টংঙ্গীস্থ তামিরুল মিল্লাত কামিল মাদরাসা থেকে আলিম পরীক্ষায় উত্তীর্ণ হন। ২০১৪-১৫ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ও ঘ ইউনিট দুটিতে ভর্তি পরীক্ষায় প্রথম স্থান লাভ করেন এবং আইন বিভাগে ভর্তি হন। সেখান থেকেই ২০১৮ সালের এলএলবি (অনার্স) এবং ২০১৯ সালের মাস্টার অফ ল'জ (তুলনামূলক ও আন্তর্জাতিক আইন) উভয় পরীক্ষায় প্রথম স্থান লাভ করেন। বর্তমানে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনায় নিয়োজিত।