মাসুম বিল্লাহ মজুমদার
1 Books

কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার ধনুসাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা মাওলানা মুহাম্মাদ সিদ্দীকুর রহমান মজুমদার ধনুসাড়া আলিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপ্যাল ছিলেন। তার মাতার নাম সাইয়েদা ফায়জুন নেছা খন্দকার। তিনি ধনুসাড়া আলিয়া মাদরাসা থেকে দাখিল, আলিম ও সোনাকান্দা আলিয়া মাদরাসা থেকে ফাযিল প্রথম বিভাগে উত্তীর্ণ হন। ১৯৯৬ সালে সরকারি আলিয়া মাদরাসা ঢাকা হতে প্রথম শ্রেণিতে পঞ্চম স্থান অধিকার করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে বিএ অনার্স ও এমএ (প্রথম শ্রেণি) ডিগ্রি লাভ করেন। ২০০১ সালে উচ্চ শিক্ষা লাভের উদ্দেশ্যে সৌদি আরবে গমন করেন। ‌মক্কা মুকাররমাস্থ উম্মুলকুরা বিশ্ববিদ্যালয়ে শরীআ ফ্যাকাল্টির অধীনে ‘কাদ্বা বা শরঈ বিচার আদালত’ বিষয়ে অনার্স কোর্স সম্পন্ন করেন। বর্তমানে মাস্টার্স-এমফিল গবেষণায় নিয়োজিত আছেন। পাশাপাশি মক্কাতুল মুকাররমার শরায়ে নামক স্থানে অবস্থিত ‘দাওয়াহ ও গাইডেন্স’ অফিসে দা‌ঈ পদে কর্মরত আছেন। একই সাথে তিনি মুসলিম উম্মাহর আলেমদের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ববোধমূলক হজ্জ-মাস ব্যাপী বাৎসরিক প্রোগ্রামে অনুবাদক-মাধ্যম হিসেবে কাজ করছেন।

Books from this author