মোহাম্মদ ফয়জুল্লাহ। পিতা- মরহুম আবদুর রশীদ, মাতা- মরহুমা খায়রুন্নেছা। ১নং বসুরহাট পৌরসভা, বসুরহাট, কোম্পানীগঞ্জ, নোয়াখালী। তিনি ১৯৫২ সালে নিজ পিত্রালয়ে জন্মগ্রহণ করেন। দাদা মৌলভী নুরুল হকের যতœ ও তত্ত¡াবধানে তার প্রাক্-প্রাথমিক শিক্ষা ও কুরআন পাঠ শুরু হয়। অতঃপর বসুরহাট আশ্রাফুল উলুম মাদরাসায় কুদুরী ও কাফিয়া অধ্যয়ন শেষে বসুরহাট ইসলামিয়া ফাযিল মাদরাসা থেকে দাখিল (১৯৭১), আলিম (১৯৭৩) ও ফাযিল (১৯৭৫) কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। ১৯৭৭ সালে ফেনী আলিয়া মাদরাসা থেকে কামিল হাদিস বিভাগ এবং পরবর্তীতে চট্টগ্রাম আলমশাহ পাড়া আলিয়া মাদরাসা থেকে কামিল ফিক্হ বিভাগে সুনামের সাথে পাশ করেন। এরপর চট্টগ্রাম হাটহাজারী কাছেমুল উলুম ছারিয়া মাদরাসা থেকে দাওরা হাদিস পরীক্ষায় উচ্চতর সনদ লাভ করেন। সাধারণ শিক্ষায় তিনি বিএ এবং ইসলামী শিক্ষায় এমএ ডিগ্রী অর্জন করেন। কর্মজীবনে তিনি নোয়াখালী সোনাইমুড়ী আলিয়া মাদরাসায় কামিল প্রভাষক, চাপরাশিরহাট এ. রব ফাযিল মাদরাসায় উপাধ্যক্ষ, ফেনী আল জামেয়াতুল ফালাহিয়া মাদরাসার অধ্যক্ষ এবং সর্বশেষ বসুরহাট ইসলামিয়া ফাযিল মাদরাসায় অধ্যক্ষ পদসহ দীর্ঘ ৪০ বছর ধরে দায়িত্ব পালন করে ২০১৮ সালে অবসর গ্রহণ করেন। বর্তমানে তিনি কুরআন, হাদীস, ইসলামী কিতাব-পত্র অধ্যয়ন ও দাওয়াতে দীনের কাজে সময় অতিবাহিত করছেন। তিনি ৪ ছেলে ও ৩ মেয়ে সন্তানের জনক।